গাজীপুরে আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে ৪০ নারী-পুরুষকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় গাজীপুর সিটি কর্পোরেশনের চান্দনা চৌরাস্তা এলাকার শাপলা আবাসিক হোটেল থেকে তাদেরকে আটক করা হয়। এদের মধ্যে ১৮ নারী ও ২৫ জন পুরুষ রয়েছে।
বিষয়টি নিশ্চিত করে জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আমিনুল ইসলাম জানান, পুলিশ সুপারের নির্দেশে সন্ধ্যায় শাপলা আবাসিক হোটেলে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
বিডি প্রতিদিন/২০ ডিসেম্বর ২০১৭/হিমেল