ঘন কুয়াশার কারণে যেকোনো ধরনের দুর্ঘটনা এড়াতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১০ ঘণ্টা বন্ধ থাকার পর বিমান চলাচল স্বাভাবিক হয়েছে। সকাল সাড়ে ১০টার পর থেকে বিমান চলাচল স্বাভাবিক হতে থাকে বলে জানা যায়।
এর আগে মঙ্গলবার রাত ১২টার পর থেকে একাধিক ফ্লাইট উড্ডয়ন এবং অবতরণে ব্যর্থ হয়। বিমান চলাচল স্বাভাবিক হওয়ার বিষয়টি নিশ্চিত করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ডিউটি সিকিউরিটি অফিসার মো. তারিক আহমেদ বলেন, তুরস্কের প্রধানমন্ত্রীকে বহনকারী প্লেনটি ঢাকা ছাড়ার পর সকাল সাড়ে ১০ টা থেকে ফের বিমান চলাচল স্বাভাবিক হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার