গাজীপুর সিটি করপোরেশনের মাধবপুর এলাকায় ফিরোজ খাঁন (২৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। আজ দুপুরে তার লাশ উদ্ধার করে পুলিশ।
ফিরোজ খাঁন ঠাকুরগাঁওয়ের রানীশঙ্কর থানার পাশরী এলাকার ইসমাইল হোসেনের ছেলে। তিনি পরিবারসহ কালিয়াকৈর উপজেলার রতনপুর এলাকায় বাসায় ভাড়ায় থাকতেন।
জানা যায়, মঙ্গলবার (১৯ ডিসেম্বর) দিবাগত রাতে কয়েকজন যুবক ফিরোজকে বাসা থেকে ডেকে মাধবপুর এলাকায় নিয়ে যায়। এ সময় তারা ফিরোজকে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা ফিরোজকে গুরুতর অবস্থায় উদ্ধার করে সফিপুর জেনারেল হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
জয়দেবপুর থানার চক্রবর্তী পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মো. হারুন অর রশিদ জানান, বুধবার দুপুরে খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/২০ ডিসেম্বর ২০১৭/হিমেল