রংপুর সিটি করপোরেশন নির্বাচনকে নির্বাচন কমিশনের (ইসি) জন্য এসিড টেস্ট বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ অ্যাড. তাজুল ইসলাম। তিনি বলেন, এটা আপনাদের জন্য একটা এসিড টেস্ট। এই টেস্টে যদি জয়যুক্ত হতে পারেন, তাহলে মানুষের আস্থা বাড়বে।
বুধবার ইসি সচিবালয়ে রসিক নির্বাচনের পরিস্থিতি নিয়ে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎশেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন।
নির্বাচনের পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করে তাজুল ইসলাম বলেন, এখন পর্যন্ত পরিস্থিতি নিয়ে আমরা খুশি। তবে সমস্যা তো হঠাৎ সৃষ্টি হয়, এজন্য ইসিকে সর্তক থাকতে হবে। সমস্যা নিয়ন্ত্রণে রাখতে হবে। ইসির উপর আমাদের পূর্ণ আস্থা রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কারো বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ নেই। নির্বাচন যাতে নিরপেক্ষ হয় সেটি জানিয়েছি। সুষ্ঠু নির্বাচনের জন্য যা করতে হয়, ইসিকে তাই করতে হবে।
বিডি-প্রতিদিন/২০ ডিসেম্বর, ২০১৭/মাহবুব