ভোর হওয়ার পরপরই শীত উপেক্ষা করে রংপুর সিটি করপোরেশনের কেন্দ্রগুলোতে উপস্থিত হচ্ছেন ভোটাররা। সকাল ৮টা থেকে শুরু হয়েছে ভোট গ্রহণ। বিকাল ৪টা পর্যন্ত টানা ভোট গ্রহণ চলবে। আর এ নির্বাচনে মেয়র প্রার্থী হয়েছেন সাত জন।
নির্বাচনের সাত মেয়র প্রার্থীর মধ্যে তিন রাজনৈতিক দলের তিন হেভিওয়েট প্রার্থী আওয়ামী লীগের সরফুদ্দিন আহমেদ ঝন্টুর সকাল সাড়ে ৯টার দিকে নগরের সালেমা বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্রে ভোট দেওয়ার কথা রয়েছে।
অন্যদিকে জাতীয় পার্টির মেয়র প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফা নগরের আলমনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সকাল সাড়ে ৯টায় ভোট দেবেন।
বিএনপির কাওসার জামান বাবলা সকাল ১০টায় ভোট দেবেন দেওয়ানটুলি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে। অন্য চার মেয়র প্রার্থীর তাদের নিজ নিজ কেন্দ্রে ভোট দেওয়ার কথা রয়েছে।
বিডিপ্রতিদিন/ ২১ ডিসেম্বর, ২০১৭/ ই জাহান