রংপুর সিটি করপোরেশনে এক লাখেরও বেশি ভোটের ব্যবধানে জাতীয় পার্টির(জাপা) প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফা জয়ী হবে বলে জানিয়েছেন পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ।
রসিক নির্বাচনে বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় নগরীর তোজাম্মেল হোসেন শিশুমংগল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন এরশাদ। এরপর সাংবাদিকদের সঙ্গে নির্বাচন নিয়ে প্রতিক্রিয়া জানানোর সময় নিজ দলের প্রার্থীর জয় নিয়ে এ আশাবাদ ব্যক্ত করেন তিনি।
ভোট কেন্দ্রের পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করে এরশাদ আরও বলেন, ভোটগ্রহণ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে হচ্ছে। এখানে কোনো ধরনের অনিয়ম কিংবা আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির হওয়ার আশঙ্কা দেখছি না।
এর আগে, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে রংপুর সিটি করপোরেশনের ১৯৩টি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়। যা বিরতিহীনভাবে চলবে বিকেল ৪টা পর্যন্ত। নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির প্রার্থী ছাড়াও আরও ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ভোটার ৩ লাখ ৯৩ হাজার ৮৯৪ জন।
বিডি-প্রতিদিন/২১ ডিসেম্বর, ২০১৭/মাহবুব