বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসা গ্রহণ শেষে বাসায় ফিরেছেন মুক্তিযোদ্ধা ও প্রখ্যাত ভাস্কর ফেরদৌসী প্রিয়ভাষিণী।
হাসপাতাল ছেড়ে বাসায় যাওয়ার আগে তার সঙ্গে দেখা করে সার্বিক খোঁজ-খবর নেন বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডা. কামরুল হাসান খান। তার অধীনেই চিকিৎসাধীন ছিলেন ফেরদৌসী প্রিয়ভাষিণী।
এ সময় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আলী আসগর মোড়ল, প্রক্টর অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান দুলাল প্রমুুখ উপস্থিত ছিলেন।
বিডিপ্রতিদিন/ ২১ ডিসেম্বর, ২০১৭/ ই জাহান