সকাল ৮টা থেকে শুরু হয়েছে রংপুর সিটি করপোরেশনের নির্বাচন। নির্বাচনে এখন পর্যন্ত কোন অপ্রীতিকর খবর পাওয়া যায়নি। তবে আশার কথা হল নির্বাচনে পুরুষ ভোটারের চেয়ে নারী ভোটারের উপস্থিতি চোখে পড়ার মতো।
প্রায় ২০টি কেন্দ্র ঘুড়ে দেখা গেছে, শহরের তুলনায় গ্রামের ভোট কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি বেশি। বিশেষ করে নারী ভোটারদের উপস্থিতি চোখে পড়ার মতো। তবে নতুন ভোটারদেরও অনেক উৎসাহ নিয়ে ভোট দিতে দেখা গেছে।
উল্লেখ্য, এবার রংপুর সিটিতে মোট ভোটার ৩ লাখ ৯৩ হাজার ৮৯৪ জন। এর মধ্যে পুরুষ ১ লাখ ৯৬ হাজার ২৫৬ ও নারী ১ লাখ ৯৭ হাজার ৬৩৮ জন। ভোটকক্ষ ১ হাজার ১৭৮টি। ভোট গ্রহণ কর্মকর্তা ৩ হাজার ৫৫৯ জন। ৩৩টি সাধারণ ও ১১টি সংরক্ষিত ওয়ার্ড রয়েছে।
বিডি প্রতিদিন/২১ ডিসেম্বর ২০১৭/হিমেল