সিলেট নগরীর রিকাবিবাজারস্থ কবি নজরুল অডিটোরিয়ামে শুক্রবার থেকে শুরু হচ্ছে দুইদিনব্যাপী বীমা মেলা। বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ দ্বিতীয়বারের মতো আয়োজন করছে এই মেলা। মেলায় ৩২টি কোম্পানী অংশ নিয়ে তাদের পলিসি বিক্রি ও বীমা দাবি নিষ্পত্তি করবে। দুইদিন ব্যাপী এ মেলায় বিভিন্ন কোম্পানি প্রায় ১৯ কোটি টাকার বীমা দাবি নিষ্পত্তি করবে।
বৃহস্পতিবার সিলেট নগরীর একটি হোটেলের হলরুমে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ সদস্য বোরহান উদ্দিন আহমেদ।
মেলা উপলক্ষে শুক্রবার সকাল ৯টায় নগরীর কোর্ট পয়েন্ট থেকে বের হবে বর্ণাঢ্য শোভাযাত্রা। পরে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন মেলার। আর শনিবার সকাল ১০টায় জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হবে সমাপনী অনুষ্ঠান।
বিডিপ্রতিদিন/ ২১ ডিসেম্বর, ২০১৭/ ই জাহান