রংপুর সিটি করপোরেশনের নির্বাচনে ভোটগ্রহণ বৃহস্পতিবার বিকেল ৪টায় শেষ হয়েছে। সকাল ৮টা থেকে শুরু হয় ভোটগ্রহণ।
সবার মুখে একটাই কথা— কে জিতবেন রংপুর সিটিতে? এই সিটির দ্বিতীয় নির্বাচনে সরফুদ্দিন আহমেদ ঝন্টুই কি থাকবেন মেয়রের চেয়ারে; নাকি সেই ধারায় ছেদ টেনে নগর ভবনে যাবেন অন্য কেউ।
গত নির্বাচনে ঝন্টুর কাছে পরাজিত হওয়া মোস্তাফিজার রহমান মোস্তফা এবার লাঙ্গল প্রতীক নিয়ে এরশাদের ‘ইমেজ’ কাজে লাগিয়ে মুখ বদলের আহ্বান জানিয়েছেন। অন্যদিকে সরকারের জাঁতাকল থেকে ‘মুক্তির স্বপ্ন’ দেখিয়ে ভোট চাইছেন বিএনপির মেয়র প্রার্থী কাওসার জামান বাবলা।
সিটির প্রায় ৪ লাখ ভোটারের ভোট সেই কাঙ্ক্ষিত ব্যক্তির ভাগ্য নির্ধারণ হবে। এই নির্বাচনে মেয়র পদে সাতজন প্রতিদ্বন্দ্বিতা করলেও আলোচনায় রয়েছেন তিনজন।
এবার রংপুর সিটিতে মোট ভোটার ৩ লাখ ৯৩ হাজার ৮৯৪ জন। এর মধ্যে পুরুষ ১ লাখ ৯৬ হাজার ২৫৬ ও নারী ১ লাখ ৯৭ হাজার ৬৩৮ জন। ভোটকক্ষ ১ হাজার ১৭৮টি। ভোট গ্রহণ কর্মকর্তা ৩ হাজার ৫৫৯ জন। ৩৩টি সাধারণ ও ১১টি সংরক্ষিত ওয়ার্ড রয়েছে।
বিডি প্রতিদিন/২১ ডিসেম্বর, ২০১৭/ফারজানা