বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদিরসহ কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়েরের প্রতিবাদে সিলেটে বিক্ষোভ সমাবেশ করেছে জেলা ও মহানগর বিএনপি।
শনিবার বিকেলে নগরীর রেজিস্ট্রারি মাঠে সংক্ষিপ্ত সমাবেশের পর বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি চৌহাট্টা পয়েন্টে গিয়ে শেষ হয়।
সমাবেশে বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের শামীম, মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, সহ-সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, ‘অবৈধ আওয়ামী সরকার বিএনপিকে আদর্শিকভাবে মোকাবেলা করতে ভয় পায়। তাই তারা আদালত ও প্রশাসনকে ব্যবহার করে শহীদ জিয়ার আদর্শের নেতাকর্মীদের হয়রানি করছে। দেশে একদলীয় বাকশালী শাসন প্রতিষ্ঠা করে তারা প্রতিপক্ষ রাজনৈতিক দলসমূহকে ধ্বংস করার নানামুখী ষড়যন্ত্র করছে। এরই ধারাবাহিকতায় অবৈধ সরকার তাদের রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতেই খন্দকার মুক্তাদিরসহ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে।’
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন