সিলেট মহানগরীতে প্রায় ৬৩ হাজার শিশুকে খাওয়ানো হয়েছে ভিটামিন এ ক্যাপসুল।
শনিবার সকাল ৯টায় কুমারপাড়া টিকাদান কেন্দ্রে একটি শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাইয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। বিকাল ৪টা পর্যন্ত চলে ক্যাপসুল খাওয়ানো।
মেয়র জানান, এবার সিলেট মহানগরীতে ২২০টি কেন্দ্রের মাধ্যমে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হয়েছে। কোন শিশু যাতে এ ক্যাম্পেইনের বাইরে না থাকে, সেজন্য ভ্রাম্যমাণ টিমের মাধ্যমে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হয়েছে।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন