সিলেটের কোম্পানীগঞ্জে কোয়ারিতে পাথর তুলতে গিয়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার সন্ধ্যায় উপজেলার কালাইরাগ এলাকায় এ ঘটনা ঘটে।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম খান বলেন, পাথর কোয়ারির গর্ত থেকে পাথর তুলতে গিয়ে পাড় ধসে এক শ্রমিক নিহত হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে রওনা দিয়েছে।
সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার শামসুল আলম সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে গত ১৬ ডিসেম্বর কালাইরাগে পাথরচাপায় আরও দুই শ্রমিক নিহত হয়। পাথর উত্তোলনকারীরা লাশ গুম করার চেষ্টা করলে নেত্রকোনা থেকে লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় ৯ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।
বিডি-প্রতিদিন/২৩ ডিসেম্বর, ২০১৭/আরাফাত