কোচিং বাণিজ্য বন্ধসহ শিশুদের মাসিক বিকাশের সহায়ক কর্মসূচি প্রণয়নের দাবিতে বরিশাল নগরীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল সাড়ে ১০টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে জাতীয় শিশু সংগঠন খেলাঘর বরিশাল জেলা কমিটি এই মানববন্ধনের আয়োজন করে। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে শিক্ষামন্ত্রী এবং প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন নেতৃবৃন্দ।
খেলাঘর বরিশাল জেলা কমিটির সভাপতি জীবন কৃষ্ণ দে’র সভাপতিত্বে মানববন্ধন চলকালে দাবির সাথে একাত্মতা প্রকাশ করে বক্তব্য রাখেন মহিলা পরিষদের সভাপতি রাখেয়া খাতুন, সাবেক সভাপতি পুষ্প চক্রবর্তী, উন্নয়ন কর্মী আনোয়ার জাহিদ, অধ্যাপক শাহ্ শাজেদা, বরিশাল সম্মিলিত সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক মিন্টু কুমার কর, জেলা সিপিবি সভাপতি অ্যাডভোকেট একে আজাদ, জেলা জাসদের (ইনু) সাধারণ সম্পাদক আব্দুল হাই মাহবুব, মানবাধিকার জোটের সভাপতি ডা. সৈয়দ হাবিবুর রহমান, প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, জেলা বাসদের সদস্য সচিব ডা. মনিষা চক্রবর্তী, খেলাঘর কেন্দ্রয়ী কমিটির সভাপতি মন্ডলির সদস্য কাজী মোজ্জামেল হোসেন, শিশু শিক্ষার্থী বর্ষা, হৃদয় ও সেমা সেন প্রমুখ।
বক্তারা বলেন, বরিশাল নগরীসহ দেশব্যাপী একটি অসাধু চক্র কোচিং বাণিজ্য চালাচ্ছে। কোচিং সেন্টারের আগ্রসনের কারণে কোমলমতি শিশু শিক্ষার্থীরা দিশেহারা হয়ে পড়েছে। সপ্তাহের ৭ দিন কোচিং সেন্টারে যাওয়ার কারণে শিশুরা খেলাধূলার কোন সুযোগ পাচ্ছেনা। মানসিক প্রশান্তিরর কোন সুযোগ পাচ্ছে না। শিশুরা তাদের মেধা বিকাশের সুযোগ পাচ্ছে না। ফলে শিশুরা দিনদিন মেধা শূন্য হয়ে পড়ছে। এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য সপ্তাহে কমপক্ষে একদিনের জন্য হলেও কোচিং সেন্টার বন্ধ রাখার দাবি জানান বক্তারা। তা না হলে নগরীর কোচিং সেন্টারগুলোতে খেলাঘরের উদ্যোগে তালা ঝুলিয়ে দেওয়ার হুশিয়ারী দেন তারা।
মানববন্ধন শেষে জেলা প্রশাসক মো. হাবিবুর রহমানের মাধ্যমে শিক্ষামন্ত্রী এবং প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি দেন নেতৃবৃন্দ।
বিডি প্রতিদিন/২৪ ডিসেম্বর ২০১৭/হিমেল