পুরান ঢাকার গেণ্ডারিয়া রেলস্টেশন থেকে দয়াগঞ্জ যাওয়ার পথে নামাপাড়া এলাকায় ছিনতাইকালে মায়ের কোল থেকে ছিঁটকে পড়ে শিশু নিহতের ঘটনায় প্রধান আসামিকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ।
শনিবার রাতে রাজীব নামের ওই ছিনতাইকারীকে দয়াগঞ্জ থেকে গ্রেফতার করা হয়েছে বলে গণমাধ্যমকে জানিয়েছেন পুলিশের ওয়ারী বিভাগের ডিসি মো. ফরিদ উদ্দিন।
এদিকে, বাংলাদেশ প্রতিদিনের আদালত প্রতিবেদক জানিয়েছেন, গ্রেফতারের পর দুপুরে আসামি রাজীবকে আদালতে তোলা হয়। এই প্রতিবেদন লেখার সময় আসামি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিচ্ছে বলেও তিনি জানান।
এর আগে, গত সোমবার ভোরে রিকশাযোগে সন্তানকে নিয়ে হাসপাতালে যাচ্ছিলেন বাবা শাহ আলম ও মা আকলিমা। পথিমধ্যে নামাপাড়া নামাপাড়া বস্তি থেকে অভিযুক্ত যুবক আকলিমার কাছে থাকা কাপড়ের ব্যাগটি হেঁচকা টান দেয়। এ ঘটনায় শিশুটি এবং তার মা দু'জনই রাস্তায় পড়ে যায়। পরে গুরুতর জখম অবস্থায় শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ওই দিনই যাত্রাবাড়ী থানায় একটি মামলা দায়ের করেন আরাফাতের বাবা শাহ আলম।
বিডি-প্রতিদিন/২৪ ডিসেম্বর, ২০১৭/মাহবুব