প্রধান শিক্ষকদের এক ধাপ নিচে বেতন নির্ধারণের দাবিতে আমরণ অনশনে অংশ নেওয়া সহকারী শিক্ষকদের আন্দোলনের সঙ্গে সংহতি জানিয়েছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর আবদুল কাদের সিদ্দিকী।
রবিবার বিকাল ৪টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনার পাদদেশে উপস্থিত হয়ে তিনি শিক্ষকদের দাবির সাথে সংহতি প্রকাশ করেন।
বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক মহাজোটের আহ্বানে দ্বিতীয় দিনের মতো আমরণ অনশন চলছে। এতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসার হাজার হাজার প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
এদিকে আমরণ অনশনে অংশ নেওয়া অনেক শিক্ষক অসুস্থ হয়ে পড়েছেন। তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলে শিক্ষক নেতারা দাবি করেছেন।
বিডি-প্রতিদিন/২৪ ডিসেম্বর, ২০১৭/মাহবুব