সিলেট এমসি কলেজের ছাত্রাবাস পোড়ানোর মামলায় আদালতে হাজিরা দিয়েছেন ছাত্রলীগ ও যুবলীগের ১০ নেতাকর্মী।
রবিবার সকালে সিলেটের মুখ্য মহানগর হাকিম সাইফুজ্জামান হিরোর আদালতে হাজিরা দেন তারা।
আসামিপক্ষের আইনজীবী এডভোকেট ফখরুল ইসলাম জানান, উচ্চ আদালত থেকে আসামিরা জামিনে রয়েছেন। মামলার ধার্য তারিখ থাকায় তারা আদালতে হাজিরা দেন।
যেসব নেতাকর্মী আদালতে হাজিরা দিয়েছেন, তারা হলেন- সিলেট সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক আহবায়ক, ও মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক দেবাংশু দাস মিটু, জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও মহানগর যুবলীগের সদস্য জাহাঙ্গীর আলম, জেলা ছাত্রলীগের সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক এডভোকেট মো. আলমগীর, সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি পঙ্কজ পুরকায়স্থ, জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, সাবেক সদস্য সৌরভ দাস, বাবলা, আতিকুর রহমান, মৃদুল কান্তি সরকার এবং শ্রমিকলীগ নেতা আবু সরকার।
প্রসঙ্গত, ২০১২ সালের ৮ জুলাই এমসি কলেজ ছাত্রাবাসে ছাত্রলীগ-শিবির সংঘর্ষের পর আগুন দেয়া হয়। এতে ছাত্রাবাসের ৪২টি কক্ষ আগুনে পুড়ে যায়।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন