সিলেটে হত্যা মামলার আসামি নজরুল ইসলামকে (১৮) গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার নজরুল ইসলাম হবিগঞ্জের লাখাইয়ের মুড়াকুড়ি গ্রামের মৃত মিয়া হোসেনের ছেলে। রবিবার ভোরে গ্রামের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার আবদুল ওয়াহাব জানান, গত ২৯ অক্টোবর রাতে সিলেট নগরীর সোনারপাড়ায় পূর্ব শত্রুতার জেরে ময়মনসিংহের গৌরিপুর হিম্মতনগরের মৃত নুরুল ইসলামের ছেলে নূর মোহাম্মদকে ছুরিকাঘাত করা হয়। তাকে হাসপাতালে নেয়ার পর চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় হত্যা মামলা দায়ের করা হয়। পুলিশ ঘটনার দিনই এমাদ মিয়া (১৮) নামে এক যুবককে গ্রেফতার করে। সর্বশেষ নজরুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে।
বিডি প্রতিদিন/২৪ ডিসেম্বর ২০১৭/আরাফাত