নারায়ণগঞ্জের কেরানীগঞ্জ জিনজিরার বন্দকপাড়া এলাকায় ছুরিকাঘাতে সুভেল হাওলাদার (২৫) নামে এক রিকশাচালকের মৃত্যু হয়েছে। আজ ভোরের দিকে এ ঘটনা ঘটে। ভোরে প্রথমে আহত অবস্থায় সুভেলের স্বজনরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক সকাল ৭টার দিকে মৃত ঘোষণা করেন।
নিহতের ভাই রুবেলের বরাত দিয়ে ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্প ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, তারা জিনজিরা এলাকায় থাকেন। ভোরে সুভেল রিকশা নিয়ে বেরিয়ে যাওয়ার সময় বাসার সামনে ছুরিকাঘাতে আহত হন। তাকে ঢামেকে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ধারণা করা হচ্ছে ছিনতাইকারীর ছুরির আঘাতেই এমনটি ঘটেছে। ঘটনার পর রিকশাটিও পাওয়া যায়নি।
বাচ্চ মিয়া আরো বলেন, মৃতদেহ মর্গে রাখা হয়েছে।
বিডি প্রতিদিন/২৫ ডিসেম্বর ২০১৭/হিমেল