উৎসাহ-উদ্দীপনার মধ্যে দিয়ে রাজশাহীতে বড়দিন উদযাপন করছেন খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ। উৎসব উপলক্ষে রাজশাহী মহানগরী ও জেলার চার্চগুলো বড়দিনের ঐতিহ্যবাহী জাঁকজমকপূর্ণ সাজসজ্জায় সাজানো হয়। গোশালা স্থাপন, রঙিন কাগজ, ফুল ও আলোর বিন্দু দিয়ে ক্রিসমাস ট্রি সাজানো হয়েছে দৃষ্টিনন্দনভাবে।
রাজশাহী সিটি চার্চের সম্পাদক নীপেন্দ্রনাথ ঘোষ জানিয়েছেন, রবিবার সন্ধ্যা ৬টা থেকেই তারা বড়দিনের উৎসবে মেতে উঠেছেন। রাতে অনুষ্ঠিত হয়েছে প্রার্থনা। খ্রিস্টান ধর্মাবলাম্বীদের বাড়ি বাড়ি গিয়ে কীর্তন গেয়ে বড়দিনের আগমনী বার্তাও পৌঁছে দিয়েছেন তারা। সোমবার সকালে অনুষ্ঠিত হয়েছে বড়দিনের প্রার্থনা।
দিনটি উপলক্ষ্যে জেলার খ্রিস্টান ধর্মাবলাম্বী আদিবাসী পরিবারগুলোতে তৈরি হয়েছে কেক, রয়েছে বিশেষ খাবারের আয়োজন। জেলার বিভিন্ন খ্রিস্টানপল্লীতে কীর্তনের পাশাপাশি চলছে ধর্মীয় গানের আসর। বিকেলে যিশু খ্রিস্টের জন্মের কাহিনী পাঠ এবং এর ওপর বিশেষ আলোচনাও অনুষ্ঠিত হবে।
বড়দিন উপলক্ষে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র সহকারী কমিশনার ইফতেখায়ের আলম। তিনি বলেন, খ্রিষ্টান গির্জা ও বড়দিন উদযাপন অনুষ্ঠানের স্থানগুলোতে প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।
বিডি প্রতিদিন/২৫ ডিসেম্বর ২০১৭/হিমেল