প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজারের আশ্বাসে অনশন ভাঙার সিদ্ধান্ত নিয়েছেন প্রাথমিকের সহকারী শিক্ষকরা।
প্রাথমিকের সহকারী শিক্ষকরা মন্ত্রীর কাছ থেকে বেশ কিছু প্রতিশ্রুতি পাওয়ার পর অনশন ভাঙার সিদ্ধান্ত নেন।
উল্লেখ্য, সরকারি প্রাথমিক স্কুলে একজন প্রশিক্ষণপ্রাপ্ত প্রধান শিক্ষক যেখানে একাদশ গ্রেডে বেতন পান, সেখানে একই শিক্ষাগত যোগ্যতা নিয়ে চাকরিতে ঢোকা সহকারী শিক্ষকরা পান চতুর্দশ গ্রেডে।
এই ‘বৈষম্য’ কমিয়ে দ্বাদশ গ্রেডে বেতনের দাবিতে গত শনিবার থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে অনশন শুরু করেন সারা দেশ থেকে শিক্ষকরা।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন