রাজধানীর দারুসসালামে বাসার ভাড়া বাবদ মাত্র ৯ হাজার টাকা না পেয়ে ভাড়াটিয়াকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে এক বাসা মালিকের বিরুদ্ধে। সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দারুসসালাম থানাধীন সিটি কলোনির একটি বাসায় এ ঘটনা ঘটে।
নিহত ভাড়াটিয়া মোতালেব (৪৫) গোপালগঞ্জের মোকসেদপুর এলাকার এনতাজ আলী শেখের ছেলে।
নিহতের স্ত্রীর রাশিদা বেগমের অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত বাড়ির মালিক শাহিনুর আক্তার ময়নাকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
দারুস সালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিমুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত মোতালেবের গলায় আঘাতের চিহ্ন দেখা গেছে। অভিযোগের ভিত্তিতে বাসার মালিক ময়নাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
আর মরদেহ উদ্ধার করে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি।
বিডি প্রতিদিন/২৫ ডিসেম্বর ২০১৭/এনায়েত করিম