পরিবার পরিকল্পনা সেবায় স্থায়ী, দীর্ঘ মেয়াদী ও ইমপ্ল্যান্ট পদ্ধতিসহ তিনটি স্তরেই সেবা গ্রহীতার দিক থেকে চলতি বছরে দেশের মধ্যে কুমিল্লা জেলা শীর্ষস্থান অর্জন করেছে। এ সাফল্যের জন্য সরকারের পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ক্লিনিক্যাল কন্ট্রাসেপশন সার্ভিসেস ডেলিভারি প্রোগ্রাম (সিসিএসডিপি) কর্তৃপক্ষ স্বীকৃতি প্রদান করেছে।
পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে মঙ্গলবার কুমিল্লা নগরীর রাজদেবী মা ও শিশু কল্যাণ কেন্দ্র মিলনায়তনে আয়োজিত অ্যাডভোকেসি সভা ও প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়। পরিবার পরিকল্পনা বিভাগ কুমিল্লার উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) মো. মাহবুবুল করিম এ তথ্য জানান।
তিনি আরও জানান, ‘পরিকল্পিত পরিবার গড়ি, মাতৃমৃত্যু রোধ করি-এ শ্লোগানে ৩০ ডিসেম্বর থেকে আগামী ৪ জানুয়ারি পর্যন্ত জেলাব্যাপী পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ অনুষ্ঠিত হবে। এ সময়ে জেলার প্রতিটি উপজেলার ইউনিয়ন ও ওয়ার্ডের সকল সেবাদান কেন্দ্রে স্থায়ী ও দীর্ঘ মেয়াদী পরিবার কল্যাণ সেবা, মাতৃ ও শিশু মৃত্যুরোধ, কিশোর-কিশোরীর সুস্বাস্থ্য, গর্ভকালীন সেবা ও প্রসব সেবা সম্পর্কিত পরামর্শ ও বিশেষ সেবা প্রদান করা হবে।’
তিনি বলেন,‘কুমিল্লা জেলায় বর্তমানে ৭৭.১৫ ভাগ মানুষ পরিবার পরিকল্পনা পদ্ধতি গ্রহণ করছে, তা ৮৫ ভাগে উন্নীত করতে পরিবার পরিকল্পনা বিভাগ কাজ করছে।’
এ সময় অন্যান্যের মধ্যে ছিলেন কুমিল্লার ডেপুটি সিভিল সার্জন ডা. কামাল উদ্দিন আহমেদ, মেডিকেল অফিসার ডা. শাহনাজ আরেফিন, ডা. সাবিনা পারভীন ও এনজেন্ডার হেলথ বাংলাদেশের কুমিল্লা জেলা সমন্বয়কারী মো. আবদুল কাইয়ুম প্রমুখ।
বিডি-প্রতিদিন/২৬ ডিসেম্বর, ২০১৭/মাহবুব