অভিনব পন্থায় জনসাধারণের টাকা হাতিয়ে নেওয়ার ঘটনায় প্রতারক চক্রের ৪ সদস্যকে আটক করেছেন র্যাব-২ এর সদস্যরা। তারা হলেন নাসির হোসেন (২২), রাসেল (২২), হানিফ (২০) ও শাহাবুদ্দিন (২০)।
রাজধানীর শেরে বাংলা নগর ও মহাখালী এলাকায় অভিযান চালিয়ে মঙ্গলবার বিকালে তাদের আটক করা হয় বলে জানিয়েছেন র্যাব-২ এর অপারেশন কর্মকর্তা এএসপি রবিউল ইসলাম।
তিনি জানান, চক্রটি বিকাশে টাকা পাঠানোর মতো মেসেজ পাঠিয়ে মানুষকে বিভ্রান্ত করতো। তারপর তারা ওই নম্বরে ফোন করে ভুলে টাকা গেছে বলে টাকা ফেরত পাঠানোর জন্য রিকুয়েস্ট করতেন। এ ফাঁদে পড়ে অনেকেই টাকা পাঠানোর পর ব্যালেন্স চেক করে বুঝতে পারতেন তারা প্রতারিত হয়েছেন।
বিডি-প্রতিদিন/২৬ ডিসেম্বর, ২০১৭/মাহবুব