রাজধানীর বিভিন্ন এলাকায় ছিনতাই বিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৫৬ জন ছিনতাইকারীকে আটক করেছেন মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) সদস্যরা। মঙ্গলবার (২৬ ডিসেম্বর) দিবাগত রাতে তাদের আটক করা হয়।
এ সময় তাদের কাছ থেকে দুটি ছুরি, তিনটি চাপাতি, একটি চাইনিজ কুড়ালসহ বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
আজ ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বলা হয়, আটককৃত ছিনতাইকারীরা ঢাকা শহরের বিভিন্ন এলাকায় ছিনতাই করতো। তাদের কারো কারো বিরুদ্ধে একাধিক মামলাও রয়েছে। আটককৃতদের মধ্যে ৬ জনকে ছিনতাইয়ের প্রস্তুতিকালে আটক করা হয়।
বিডি প্রতিদিন/২৭ ডিসেম্বর ২০১৭/হিমেল