রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নকল ক্যান্সার প্রতিষেধক এবং জীবন রক্ষাকারী ওষুধসহ দুই প্রতারককে আটক করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
বৃহস্পতিবার দিবাগত রাতে তাদের আটক করা হয়। সিআইডির অর্গানাইজড ক্রাইম বিভাগের সহকারী পুলিশ সুপার শারমিন জাহান বিষয়টি নিশ্চিত করেছেন।
শুক্রবার বেলা সাড়ে ১১টায় রাজধানীর মালীবাগে সিআইডি কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর