গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্য পরিচয় দিয়ে অপহরণ চালিয়ে যাওয়া সংঘবদ্ধ চক্রের পাঁচ সক্রিয় সদস্যকে গাজীপুরের চৌরাস্তা এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাব-২। এসময় তাদের কাছ থেকে বিদেশি পিস্তল, গুলি, ডিবি ব্যবহৃত পোশাক-সরঞ্জামাদি ও গাড়ি উদ্ধার করা হয়েছে।
আজ শুক্রবার সকাল ১১টায় কারওয়ান বাজারস্থ র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মিডিয়া সেন্টারে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে।
বিডি প্রতিদিন/২৯ ডিসেম্বর ২০১৭/এনায়েত করিম