রাজধানীর উত্তরায় ৯ নম্বর সেক্টর থেকে আসিফ (১৬) নামে এক যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। উত্তরার আব্দুল্লাহপুরের পশ্চিম পাশের পাম্পের পিছনের অন্ধকার গলি থেকে বৃহস্পতিবার মধ্য রাতে লাশটি উদ্ধার করে পশ্চিম থানা পুলিশ।
নিহত আসিফ উত্তরা ৯ নম্বর সেক্টরের এসপি সাহেবের বাড়ির ভাড়াটিয়া কামাল হোসেনের ছেলে। উদ্ধারকালে তার বাম হাতে স্যালাইনের পাইপ লাগানো ছিল। এছাড়া তার মাথা থেকে রক্ত ঝরছিল। তার মাথার পেছনে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।
নিহতের পিতা কামাল হোসেন বলেন, উত্তরা ১২ নম্বর সেক্টরে তার ভাঙ্গারির দোকান আছে। বৃহস্পতিবার বিকেলে তার ছেলে আসিফও তার সঙ্গে দোকানে ছিল। সন্ধ্যা ৭টার দিকে কাজ শেষে তাকে ১৫০ টাকা দিয়ে বাসায় যাওয়ার জন্য বলা হয়। পরে আসিফ ফোন দিয়ে বলে, গোসল সেরে খাওয়া-দাওয়া করে সে বাসা থেকে বের হয়েছে। রাতে নাদিম নামে একজন ফোন দিয়ে বলেন, 'তোমার ছেলে ৯ নম্বরে পড়ে আছে।' পরে এসে দেখেন ছেলের রক্তাক্ত লাশ।
সরেজমিনে দেখা যায়, নিহতের মাথা থেকে রক্ত বের হচ্ছে। ওই যুবক ফুল হাতা গেঞ্জি ও জিন্সের প্যান্ট পরিহিত ছিল। হাতে স্যালাইন লাগানোর পাইপ রয়েছে।
লাশ উদ্ধারের বিষয়ে উত্তরা পশ্চিম থানার উপ-পরিদর্শক (এসআই) মোফাজ্জল হোসেন বলেন, ধারণা করা হচ্ছে সড়ক দুর্ঘটনায় তিনি মারা গেছেন। সড়ক দুর্ঘটনার পর ওকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। যখন মারা গেছে তখন ওকে অন্ধকার গলিতে ফেলে রেখে গেছে। কারা তাকে হাসপাতালে নিয়ে এসেছিল তা জানতে খোঁজ নেওয়া হচ্ছে।
বিডি প্রতিদিন/২৯ ডিসেম্বর ২০১৭/এনায়েত করিম