গাজীপুরে মাদক ব্যবসার বিরোধের জের ধরে মো. মঈন ওরফে মঈন (২২) নামে এক যুবককে কুপিয়ে ও পা কেটে বিচ্ছিন্ন করে হত্যা করেছে দুর্বৃত্তরা। তিনি কুমিল্লার বরুরা থানার নোয়াগাঁও এলাকার আবুল হাসেমের ছেলে।
শুক্রবার সন্ধ্যায় পুলিশ গাজীপুর সিটি কর্পোরেশনের কুনিয়ার চান্দরা সখীনগর এলাকায় সড়কের পাশ থেকে ওই লাশ উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
গাজীপুর (সদর-টঙ্গী সার্কেলের) অতিরিক্ত পুলিশ সুপার মো. সাখাওয়াত হোসেন জানান, এলাকাবাসির সংবাদের ভিত্তিতে পুলিশ শুক্রবার সন্ধ্যায় গাজীপুর সিটি কর্পোরেশনের চান্দরা সখীনগর এলাকায় কুনিয়া-সাতাইশ সড়কের পাশ থেকে নিহত মঈনের লাশ উদ্ধার করে। দুর্বৃত্তরা ধারালো অস্ত্রে মঈনের বাম পা হাটু থেকে কেটে বিচ্ছিন্ন করে ফেলে রেখেছে। এছাড়া তার শরীরেও ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, মাদক ব্যবসার বিরোধের জেরে ওই খুনের ঘটনা ঘটেছে। তার ব্যবসায়িক পার্টনারা গত দুইদিন আগে ফোন করে গ্রামের বাড়ি থেকে মঈনকে ডেকে নিয়ে যায়। পরে তার লাশ গাজীপুরের সাতাইশের চান্দরা সখী নগর এলাকার পতিত জমিতে পড়ে থাকার খবর পাওয়া গেছে।
নিহতের ভাই মিমরাজের বরাত দিয়ে ওই পুলিশ কর্মকর্তা জানান, মঈন আগে স্থানীয় ভিয়েলা টেক্স নামের একটি পোশাক কারখানায় চাকুরি করতেন। সে সময় মঈন মাদক ব্যবসায়ীদের সঙ্গে জড়িয়ে পড়েন। বিষয়টি জানতে পেড়ে তার স্বজনরা প্রায় আট মাস আগে তাকে গাজীপুর থেকে গ্রামের বাড়িতে নিয়ে যায়। গত পরশু আগের মাদক ব্যবসায়ীদের মোবাইল ফোন পেয়ে মঈন গাজীপুরে যান। বিষয়টি মঈন তার বড়ভাই মিমরাজকে জানিয়েছিলেন। মিমরাজ উত্তরার একটি মোটর ওয়ার্কশপে কাজ করেন। শুক্রবার সন্ধ্যায় ভাইয়ের লাশের খবর পান।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন