রাজধানীর রমনায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে অজ্ঞাত (৩৫) এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ সকাল সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, রমনার সিদ্ধেশ্বরী কালি মন্দিরের পেছনে একটি নির্মাণাধীন ভবন থেকে নিচে পড়ে যান ওই ব্যক্তি। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে দায়িত্বরত চিকিৎসক ১২টার দিকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে রমনা থানার উপ-পরিদর্শক (এসআই) মহিবুল্লাহ জানান, লাশ মর্গে রাখা হয়েছে।
বিডি প্রতিদিন/৩০ ডিসেম্বর ২০১৭/হিমেল