নারায়াণগঞ্জের বন্দরে পরকীয়া প্রেমের জেরে তানিয়া বেগম নামে এক প্রবাসীর স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত প্রেমিক ইকবালকে আটক করেছে পুলিশ।
রবিবার সকালে নিহতের লাশ উদ্ধার করা হয় বলে জানিয়েছেন বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম।
নিহত তানিয়া বন্দরের চৌধুরীবাড়ি এলাকায় থাকতেন। তার স্বামী নূর হোসেন সৌদি আরব প্রবাসী।
এলাকাবাসীরা জানায়, দীর্ঘদিন ধরেই প্রবাসী নূর হোসেনের স্ত্রীর সঙ্গে সম্পর্ক ছিল ইকবালের।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম জানান, পরকীয়া প্রেমের কারণেই ইকবাল ও তানিয়ার শনিবার দিবাগত রাতে ঝগড়া হয়। এ ঘটনায় উত্তেজিত হয়ে ইকবাল ওই গৃহবধূকে শ্বাসরোধে হত্যা করে।
বিডি-প্রতিদিন/৩১ ডিসেম্বর, ২০১৭/মাহবুব