রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকা থেকে রিভলবার ও গুলিসহ রুবেল মিয়া (২২) নামে এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছেন র্যাব।
রবিবার দুপুরে র্যাব-২ এর অপারেশন অফিসার এএসপি রবিউল ইসলাম এ তথ্য জানান।
তিনি জানান, শনিবার দিনগত রাতে তল্লাশিকালে রুবেলের পরিচয় জিজ্ঞাসা করলে সে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে তাকে আটক করা হয়। তার কাছে থাকা একটি প্লাস্টিকের ব্যাগ থেকে পাঁচটি রিভলবার ও ১০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
রুবেল এসব অস্ত্র-গুলি বিক্রয়ের জন্য সুনামগঞ্জ থেকে ঢাকায় নিয়ে এসেছে বলেও জানান এএসপি রবিউল।
বিডি-প্রতিদিন/৩১ ডিসেম্বর, ২০১৭/মাহবুব