নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার-আল ইসলামের পলাতক তিন সদস্যকে রাজধানীর পৃথক দু’টি স্থান থেকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
রবিবার সকাল থেকে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- আহমেদ উল্লাহ পাটোয়ারী (২১), জাবালে নূর (২৪) ও হোসাইন বেল্লাল (৩২)।
র্যাব- ১১ এর এএসপি আলেপ উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর পৃথক দু'টি এলাকা থেকে আনসার-আল ইসলামের পলাতক তিন সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এসময় জঙ্গিবাদী বই, লিফলেট ও জঙ্গি অর্থায়নের ২ লাখ ৭৮ হাজার ৮০ টাকা উদ্ধার করা হয়েছে।
বিডিপ্রতিদিন/ ৩১ ডিসেম্বর, ২০১৭/ ই জাহান