মালয়েশিয়ার আই-প্রোক্লেইম অ্যানুয়াল রিসার্চ অ্যাওয়ার্ড-২০১৭ পেয়েছেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মো. শামসুদ্দোহা মণি। তরুণ গবেষক হিসেবে সমাজ বিজ্ঞান ও মানবিক বিভাগে অবদান রাখায় মালয়েশিয়ান গবেষণা সংস্থাটির পক্ষ থেকে তাকে এই সম্মাননা দেওয়া হয়।
রবিবার ২০১৭ তারিখে কুয়ালালামপুরের ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি অডিটোরিয়ামে তাকে এই পুরষ্কার তুলে দেয়া হয়।
মো. শামসুদ্দোহা বাংলাদেশের ব্র্যাক ইন্সটিটিউট অব ল্যাঙ্গুয়েজেস এর অধীনে বাংলাদেশ স্টাডিজ বিষয়ে অধ্যাপনা করেন। উক্ত বিষয়ের অংশ হিসেবে তিনি বাংলার প্রাচীন ও মধ্যযুগীয় ইতিহাস, ঔপনিবেশিক ইতিহাস, বাংলাদেশের রাজনৈতিক, সামাজিক, প্রশাসনিক ও অর্থনৈতিক উন্নয়ন বিষয়ে পাঠদান করে থাকেন।
বাংলাদেশ স্টাডিজ বিষয়ে পড়ানোর অভিজ্ঞতা জানতে চাওয়া হলে তিনি বলেন,“নতুন প্রজন্মের কাছে সঠিক ও নিরপেক্ষভাবে বাংলাদেশের গৌরবময় ইতিহাস তুলে ধরাই তাঁর মূল লক্ষ্য।”
তিনি আরও বলেন, “আমরা যদি তরুণ প্রজন্মের মাঝে দেশপ্রেম, সততা ও দেশের প্রতি দায়িত্ববোধ সঠিকভাবে জাগিয়ে তুলতে পারি তবেই আমাদের দেশকে এগিয়ে নেয়া সম্ভব। কারণ, আমি মনে করি, একজন উচ্চ পদস্থ অসৎ কর্মকর্তার চাইতে সৎ ও দায়িত্ববান তরুণ সমাজ ও বাংলাদেশের জন্য বেশি দরকার। তাই আমাদের শিক্ষা ব্যাবস্থায় সততা ও দেশপ্রেমের প্রতি বিশেষ গুরুত্বারোপ করতে হবে।”
মো. শামসুদ্দোহা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রী লাভ করেন। বর্তমানে তিনি একই বিশ্ববিদ্যালয়ে "River and Society of Bangladesh: An Analysis from Environmental and Historical Perspective" (2014) বিষয়ে পিএইচডি গবেষক হিসেবে কাজ করছেন। তিনি বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক সংস্থার সাথে যুক্ত রয়েছেন। তিনি Global Association for Humanities and Social Science Research (GAHSSR) এর আজীবন সদস্য এবং Journal of Modern Education Review, USA এর সম্পাদনা পরিষদের সদস্য।
বিডিপ্রতিদিন/ ৩১ ডিসেম্বর, ২০১৭/ ই জাহান