যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটন এড়াতে থার্টিফার্স্ট নাইটে পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া।
নির্দেশনা অনুযায়ী ডিএমপির সব থানা পুলিশ সতর্ক অবস্থায় আছে বলে একটি সূত্র জানিয়েছে। এছাড়া গুলশান থানা এলাকায় নিরাপত্তা আরও কঠোর করেছে পুলিশ।
পাশাপাশি থার্টিফার্স্ট নাইট উদযাপনে কোনো অনুষ্ঠান না করার আহ্বান জানানো হয়েছে। এছাড়া উন্মুক্ত স্থানে সব ধরনের অনুষ্ঠান নিষিদ্ধ করা হয়েছে। তবে অনুমতি সাপেক্ষে চার দেওয়ালের মধ্যে উদযাপন করা যাবে। কিন্তু ব্যক্তিগতভাবে বাসার ছাদেও কোনো অনুষ্ঠান করা যাবে না।
বিষয়টি নিশ্চিত করে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক জানান, থার্টিফার্স্ট নাইটে কাউকে মাতাল অবস্থায় রাস্তায় পাওয়া গেলেই, তাকে বা তাদের ধরে হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হবে। পরে তাদের শরীর থেকে রক্ত নিয়ে পরীক্ষা করা হবে। এতে যদি তাদের শরীরে অ্যালকোহলের অস্তিত্ব পাওয়া যায় তবে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
এছাড়া নতুন বছর উদযাপন উপলক্ষে গুলশান থানা এলাকায় যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, এজন্য প্রতিবারে মতো এবারও অন্যান্য বাহিনীর সদস্যদের পাশাপাশি গুলশান থানা পুলিশ সতর্ক অবস্থায় থাকবে বলেও জানান ওসি।
তিনি আরও জানান, গুলশান এলাকায় প্রবেশের জন্য যতোগুলো চেকপোস্ট আছে রাত ৮টার দিকে সেগুলোকে আরও জোরদার করা হবে।
বিডি প্রতিদিন/৩১ ডিসেম্বর ২০১৭/এনায়েত করিম