নিরাপত্তার স্বার্থেই উন্মুক্ত স্থান ও বাড়ির ছাদে থার্টি ফার্স্ট নাইটের সকল অনুষ্ঠানের ব্যাপারে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। এর ব্যত্যয় ঘটলে আইনশৃঙ্খলায় নিয়োজিত বাহিনী কঠোর পদক্ষেপ নিবে বলে জানিয়েছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক।
রবিবার সন্ধ্যায় বাংলাদেশ কাবাডি ফেডারেশনের উদ্যোগে আয়োজিত মহান বিজয় দিবসের কাবাডি চ্যাম্পিয়ন ট্রফি প্রতিযোগিতায় পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের কাছে এ কথা বলেন।
তিনি বলেন, থার্টি ফার্স্ট নাইটকে সামনে রেখে কেউ যদি বিভিন্ন গাড়িতে করে মাদক পরিবহন করে কিংবা মদ্যপান অবস্থায় কেউ ড্রাইভিং করে, তাহলে তাদেরকে আইনের কাঠগড়ায় দাঁড়াতে হবে। পুলিশ বাহিনী তৎপর থাকবে যাতে করে কোনো বিশৃঙ্খলা না ঘটতে পারে।
এর আগে বিজয়ী পুরুষ ও মহিলা দলের মধ্যে তিনি কাবাডি প্রতিযোগিতার চ্যাম্পিয়ন ট্রফির পুরস্কার বিতরণ করেন।
বিডিপ্রতিদিন/ ৩১ ডিসেম্বর, ২০১৭/ ই জাহান