আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম বলেছেন, তৃণমূল ঐক্যবদ্ধ থাকলে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমাদের হ্যাট্রিক বিজয় নিশ্চিত হবে। কারণ আওয়ামী লীগের মূল চালিকা শক্তি হচ্ছে তৃণমূল। তৃণমূল যখনই ঐক্যবদ্ধ হয়, তখনই বড় বিজয় আসে। শেখ হাসিনা ক্ষমতায় থাকলে দেশের মানুষের উন্নয়ন হয়। এই ধারাবাহিকতা বজায় রাখতে পুনরায় শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী নির্বাচিত করতে হবে।
রবিবার দুপুরে ধানমন্ডিতে শরীয়তপুরের সখিপুরের দক্ষিণ তারাবনিয়া ইউনিয়নের আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
এসময় সখিপুর থানা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন করিব মোল্লা, জেলা আওয়ামী লীগ নেতা আনোয়ার হোসেন বালা, আবদুর রহিম, নান্নু মাল, চেয়ারম্যান শাহ জালাল মাল, আবুল হোসেন মাঝি, জামাল মাল, জয়নাল মাঝি, আনোয়ার চৌধুরী, গনি হাওলাদার, তফাজ্জল মাল প্রমুখ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/৩১ ডিসেম্বর ২০১৭/এনায়েত করিম