আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ৫ জানুয়ারি নির্বাচন, সরকারের চার বছর পূর্তি ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিচার কেন্দ্র করে বিএনপি বিশৃঙ্খল পরিস্থিতির ছক কষছে।
হাছান মাহমুদ বলেন, ৫ জানুয়ারি উপলক্ষে তারা সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি চেয়েছে। কিন্তু তাদের অতীতের সব সমাবেশ থেকে দেখা গেছে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করে। তারা জানে, হয়তো খালেদার শাস্তি হতে পারে। এটি আঁচ করেই বাধা সৃষ্টির চেষ্টা করছে।
সোমবার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ স্বাধীনতা পরিষদ আয়োজিত এক আলোচনাসভায় তিনি এ মন্তব্য করেন।
সংগঠনের সভাপতি লায়ন চিত্তরঞ্জন দাসের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সাবেক ছাত্রলীগ নেতা অ্যাডভোকেট বলরাম পোদ্দার, আওয়ামী লীগ নেতা এম করিম ও সংগঠনের সাধারণ সম্পাদক ফজলুল হক, অ্যাডভোকেট আসাদুজ্জামান দুর্জয় প্রমুখ।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন