রাজধানীর দারুসসালামে পৃথক ঘটনায় শিশুসহ দুইজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তারা হলেন- শিশু শাকিব ও প্রতিবন্ধী ইব্রাহীম।
মঙ্গলবার দারুস সালাম থানান ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিমুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, সোমরাব দিবাগত রাতে শাহাআলী শপিং সেন্টার সামনে সড়ক দুর্ঘটনায় শাকিব নামে এক শিশু মারা গেছে। শাকিব শাহআলী মাজার এলাকার ভাড়াটিয়া বিল্লাল হোসেনের ছেলে। ধারণা করা হচ্ছে, ট্রাকচাপায় শিশু শাকিবের মৃত্যু হয়েছে।
অন্যদিকে, রাতে দারুসসালাম রড় মসজিদ সংলগ্ন একটি বাসা ইব্রাহীম নামে এক প্রতিবন্ধী বিষপান করলে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে শহীদ সোহরওয়ার্দী হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ময়নাতদন্তের জন্য মরদেহগুলো শহীদ সোহরওয়ার্দী হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/০২ জানুয়ারি ২০১৭/আরাফাত