টেস্ট রিলিফ (টিআর) ও কাজের বিনিময়ে খাদ্য (কাবিখা)’র অর্ধকোটি টাকা লুটপাটের খবর ফাঁস করায় পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীনে পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনের (পিডিবিএফ) অর্ধশত কর্মচারীকে সতর্কীকরণ নোটিশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার নোটিশ হাতে পাওয়ার পর এ অভিযোগ করেন বিক্ষুব্ধ কর্মচারীরা। তবে প্রতিষ্ঠানটির সৌর শক্তি প্রকল্পের পরিচালক শহিদ হোসেন সেলিম জানান, কিস্তিতে দেওয়া সোলারের টাকা আদায় না হওয়ায় খুলনা, বাগেরহাট ও পিরোজপুরের কর্মচারীদের সতর্ক করে এই নোটিশ দেওয়া হয়েছে।
সৌর শক্তি প্রকল্পের সিনিয়র ফিল্ড এ্যাসিস্ট্যান্ড সুমন হোসেন জানান, দুর্নীতিবাজ কর্মকর্তাদের অপসারণ ও সৌর শক্তি প্রকল্পের ক্ষতিগ্রস্থ সাড়ে ৩শ’ কর্মচারীর চাকরি স্থায়ীকরণের দাবিতে কর্মচারীরা আন্দোলন করছেন। গত ২৫ ডিসেম্বর খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে খুলনার ডুমুরিয়ায় প্রায় ৩ কোটি টাকার টিআর ও কাবিখা’র কাজে বড় ধরনের অর্থ লুটপাটের কথা ফাঁস করেন কর্মচারীরা। এতে ক্ষিপ্ত হয়ে কর্মচারীদের চাকরিচ্যুত করতে এ নোটিশ দিয়েছেন।
বিডি প্রতিদিন/২ জানুয়ারি ২০১৮/হিমেল