সাভারে দুই কনস্টেবলকে পিটুনি ও এক উপ-পরিদর্শকের অস্ত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগে কয়েকজন মাছ ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। সাভার বাজার বাসস্ট্যান্ডে এই ঘটনা ঘটে। মঙ্গলবার রাতে সাভার মডেল থানায় মামলাটি দায়ের করেন এসআই নাজমুল হোসেন।
মামলায় দুই জনের নাম উল্লেখসহ অজ্ঞাত পরিচয় পাঁচজনকে আসামি করা হয়েছে। সাভার মডেল থানার ওসি মহসিনুল কাদির এ তথ্য নিশ্চিত করেছেন। এ ঘটনায় মাছ ব্যবসায়ী দিলখুশাবাগ এলাকার শহীদ হোসেনের ছেলে বিপুল হোসেনকে (৩৪) পুলিশ গ্রেপ্তার করেছে।
মামলার অভিযোগে বলা হয়, মঙ্গলবার রাতের দিকে বাজার বাসস্ট্যান্ডে জরুরি আইনশৃঙ্খলা রক্ষা ও ফুটপাত অবৈধভাবে দখলমুক্তকরণ ডিউটি করাকালে দিলখুশাবাগ কাঁচাবাজারে ফুটপাতে বি এম রুদ্র ওরফে শামীম মাছের ড্রাম ও অন্যান্য মালামাল রেখে জনসাধারণের চলাচলের প্রতিবন্ধকতা সৃষ্টি করেন। তাদের ড্রামসহ ওই মালামাল সরিয়ে নিতে বললে মাছ ব্যবসায়ী বিপুল হোসেনসহ ৪/৫ জন এসে শামীমের পক্ষ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে কনস্টেবল সাইমুল ও আল ইমরানকে মারধর করে তাদের পোশাক ছিঁড়ে ফেলে। তারা এসআই নাজমুল হোসেনের কোমরে থাকা সরকারি পিস্তল ছিনিয়ে নেওয়ারও চেষ্টা করে। পরে খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে এসে পুলিশ সদস্যদের উদ্ধার করে এবং ধাওয়া করে মাছ ব্যবসায়ী বিপুল হোসেনকে গ্রেপ্তার করে। এ সময় অন্যরা পালিয়ে যায়।
মাছ ব্যবসায়ীদের হামলায় আহত কনস্টেবল সাইমুল ও আল ইমরানকে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে ওসি মহসিনুল কাদির জানান। তিনি বলেন, হামলাকারীদের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
বিডি প্রতিদিন/৩ জানুয়ারি ২০১৮/হিমেল