গাজীপুর সিটি করপোরেশনের ভোগড়া এলাকায় একটি শ্রমিক কলোনীতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে ওই কলোনীর ২০টি কক্ষ পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের ২টি ইউনিট প্রায় ১ ঘণ্টার চেষ্টায় আগুন নেভায়। আগুনে কোন হতাহতের ঘটনা ঘটেনি।
গাজীপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাকির হোসেন জানান, বুধবার ৯টা ২০ মিনিটের দিকে ভোগড়া এলাকার স্থানীয় শাহজাহানের মালিকানাধীন ওই টিনসেডের কলোনীতে আগুন লাগে। মুহূর্তে আগুন আশপাশের কক্ষে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে গাজীপুর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিটের দমকল কর্মীরা স্থানীয়দের সহায়তায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নেভায়। এসময় আগুনে ওই কলোনীর ২০টি কক্ষ, আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল পুড়ে যায়। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে বলা যাবে বলে জানিয়েছেন তিনি।
বিডি প্রতিদিন/৩ জানুয়ারি ২০১৮/হিমেল