রাজধানীর মোহাম্মদপুরের রিং রোডে অবস্থিত জাপান গার্ডেন সিটির আগুন নিয়ন্ত্রণে এসেছে।ফায়ার সার্ভিসের ৫টি ইউনিটের আধাঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার মিজানুর রহমান জানান, ভবনের ৩য় তলায় বুধবার দুপুর ১২টা ২৫ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টা ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। তারা প্রায় আধা ঘণ্টার চেষ্টায় বেলা ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। তবে দুর্ঘটনার কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
বিডিপ্রতিদিন/ ০৩ জানুয়ারি, ২০১৮/ ই জাহান