রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এক ভুয়া চিকিৎসককে আটক করেছে পুলিশ। বুধবার দুপুর একটার দিকে সরফরাজ শান্ত (৪০) নামের ওই ভুয়া চিকিৎসককে আটক করা হয়।
চিকিৎসক পরিচয় দিয়ে সরফরাজ রোগীর স্বজনদের সঙ্গে প্রতারণার চেষ্টা করছিল বলে পুলিশ নিশ্চিত করেছে। আটক সরফরাজ নগরীর হেতেম খাঁ এলাকার দিলদার হোসেনের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন নগরীর রাজপাড়া থানার ওসি হাফিজুর রহমান। তিনি আরও জানান, সরফরাজ রামেক হাসপাতালের ২৯ নম্বর ওয়ার্ডে গিয়ে রোগীকে চিকিৎসা দেওয়ার নাম করে প্রতারণা করার চেষ্টা করছিল। এসময় বিষয়টি টের পেয়ে ওই ওয়ার্ডের নার্সরা পুলিশ বক্সে খবর দেন।
বিডি প্রতিদিন/৩ জানুয়ারি, ২০১৮/ফারজানা