সরকার গণতান্ত্রিক অধিকারের প্রতি শ্রদ্ধা জানাবে মন্তব্য করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, যদি সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি না দেওয়া হয়, তাহলে নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে ৫ জানুয়ারির সমাবেশের অনুমতির জন্য আহ্বান জানাচ্ছি। আমরা বিশ্বাস করতে চাই, সরকার বিএনপির গণতান্ত্রিক অধিকারের প্রতি শ্রদ্ধা জানাবে। আজ বিকেলে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে এ কথা জানান তিনি।
সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতির আবেদনে সাড়া না পেয়ে বিকল্প হিসেবে নয়াপল্টনে সমাবেশের অনুমতি চেয়ে সিটি কর্পোরেশন ও পুলিশের কাছে চিঠি দিয়েছে বিএনপি। সূত্রে জানা যায়, সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি পেলে সেখানেই সমাবেশ করতে চায় বিএনপি। কিন্তু শেষ পর্যন্ত যদি সোহরাওয়ার্দীতে অনুমতি না দেওয়া হয় তাই বিকল্প হিসেবে রাজধানীর নয়াপল্টনে সমাবেশের অনুমতি চেয়ে রাখলো বিএনপি।
বিডি প্রতিদিন/এ মজুমদার