ঢাকা রিপোর্টাস ইউনিটির (ডিআরইউ) নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সদস্যদের সংবর্ধনা দিয়েছে ইনস্টিটিশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি)।
বুধবার আইইডিইবির কনফারেন্স রুমে সংগঠনের সভাপতি এ কে এম এ হামিদের সভাপতিত্বে আইডিইবি কেন্দ্রীয় নির্বাহী কমিটির মাসিক লেকচার সেশন অনুষ্ঠানের শুরুতে এ সংবর্ধনা দেওয়া হয়। এতে ডিআরইউ সভাপতি সাইফুল ইসলাম প্রধান অতিথি ও সাধারণ সম্পাদক সৈয়দ শুকুর আলী শুভ বিশেষ অতিথি ছিলেন।
ডিআরইউ নেতৃবৃন্দের হাতে ফুলের তোড়া ও বই তুলে দেওয়া হয়। এ সময় ডিআরইউ সহ-সভাপতি গ্যালমান শফি, অর্থসম্পাদক মানিক মুনতাসির, ক্রীড়া সম্পাদক আরাফাত দাড়িয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল হক ভুইয়া, দফতর সম্পাদক জেহাদ হোসেন চৌধুরী, আপ্যায়ন সম্পাদক কামালউদ্দীন সুমন, প্রশিক্ষণ সম্পাদক মো, মহসিন হোসেন, সাংস্কৃতিক সম্পাদক মিজান চৌধুরী, কল্যাণ সম্পাদক কাওসার আজম, কার্যনির্বাহী সদস্য আবদুল্লাহ আল কাফি, মাহমুদা ডলি ও কামাল মোশারেফ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/০৩ জানুয়ারি ২০১৮/এনায়েত করিম