সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ৩০ পিস স্বর্ণের বার জব্দ করেছেন শুল্ক গোয়েন্দারা।
বুধবার বিকাল পৌন ৫টার দিকে দুবাই থেকে আসা একটি ফ্লাইটে তল্লাশি চালিয়ে এসব স্বর্ণ জব্দ করা হয়। এ ঘটনায় বাংলাদেশ বিমানের এক কর্মচারীকে আটক করা হয়েছে।
ওসমানী বিমানবন্দর শুল্ক গোয়েন্দার সহকারি পরিচালক মো. জাকারিয়া জানান, বুধবার বিকেলে দুবাই থেকে যাত্রী নিয়ে ওসমানী বিমানবন্দরে আসে ফ্লাই দুবাইয়ের একটি ফ্লাইট। আগে থেকে থাকা গোপন সংবাদের ভিত্তিতে ওই ফ্লাইটে তল্লাশি চালিয়ে ৩০ পিস স্বর্ণের বার জব্দ করা হয়। জব্দকৃত এসব স্বর্ণের ওজন প্রায় সাড়ে ৭ কেজি।
তিনি আরো জানান, স্বর্ণ জব্দের ঘটনায় বাংলাদেশ বিমানের মেকানিক্যাল অ্যাসিস্ট্যান্ট কারিমুল ইসলামকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে গত রাতেই বিমানবন্দর থানায় মামলা দায়ের করা হয়েছে।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন