রাজধানীর মিরপুরে গলায় ফাঁস দিয়ে এক যুবক আত্মহত্যা করছেন। তার নাম রাব্বি হাসান বাবু, বয়স ২০ বছর।বুধবার রাতে এ ঘটনা ঘটে।
এ ব্যাপারে প্রতিবেশী ইব্রাহীম জানান, নিহতের বাবা মিরপুর ১৪ নম্বর সেকশনের একটি হোটেলে কাজ করেন। হঠাৎ বাবুর মায়ের চিৎকার শুনে তাদের বাসায় গিয়ে বাবুকে গলায় ফাঁস লাগানো অবস্থায় দেখে দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের মরদেহ মর্গে রাখা হয়েছে বলে জানান ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া।
বাবু লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরমেহাল গ্রামের মো. লিটন মিয়ার ছেলে। তিনি রাজধানীর কাফরুলের উত্তর ইব্রাহীমপুরে পরিবারের সঙ্গে থাকতেন।
বিডি প্রতিদিন/০৪ জানুয়ারি, ২০১৮/ওয়াসিফ