ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে বঙ্গবন্ধু ও জাতীয় চারনেতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে নগর ছাত্রলীগ। এছাড়া জাতীয় নেতা শহীদ এএইচএম কামারুজ্জামানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়।
সকালে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বর্ণাঢ্য শোভাযাত্রা করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ। এসব কর্মসূচিতে উপস্থিত ছিলেন নগর আওয়ামী লীগের সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটন, সাধারণ সম্পাদক ডাবলু সরকার, নগর ছাত্রলীগ সভাপতি রকি কুমার ঘোষ, রাবি ছাত্রলীগ সভাপতি গোলাম কিবরিয়া।
বিডি-প্রতিদিন/০৪ জানুয়ারি, ২০১৮/মাহবুব