সিলেটে প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রায় ছুরিকাঘাতে মহানগর ছাত্রদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক আবুল হাসনাত শিমু হত্যাকাণ্ডের ঘটনায় থানায় মামলা হয়েছে।
গত বুধবার রাতে শিমুর মামা তারেক আহমদ লস্কর বাদি হয়ে ছাত্রদলের ১৫ নেতাকর্মীকে আসামি করে কোতোয়ালী থানায় এ মামলা দায়ের করেন। তবে বৃহস্পতিবার পর্যন্ত মামলার কোন আসামিকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
মামলায় আসামিদের মধ্যে রয়েছেন- মহানগর ছাত্রদল নেতা নাবিন রাজা চৌধুরী, মদন মোহন কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি কাজী মেরাজ, ছাত্রদল কর্মী মিজানুর রহমান সুজন, জাহেদ আহমদ, জাকি, ইমাদ উদ্দিন, নাহিয়ান রিপন ও তুষার।
সিলেট কোতোয়ালী থানার ওসি গৌসুল হোসেন জানান- হত্যাকান্ডের জড়িতদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে। তবে বৃহস্পতিবার পর্যন্ত এ মামলার কোন আসামিকে গ্রেফতার করা সম্ভব হয়নি।
প্রসঙ্গত, গত সোমবার বিকাল পৌণে ৩ টায় নগরীর কোর্টপয়েন্ট এলাকায় প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রায় সামনে দাঁড়ানো নিয়ে নিজদলের ক্যাডারদের ছুরিকাঘাতে নিহত হন আবুল হাসনাত শিমু। সে শহরতলীর আরামবাগ এলাকার বাসিন্দা আবদুল আজিজের ছেলে।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন